Surprise Me!

স্যালাইনের ভয়াবহ সংকটে চিকিৎসা ব্যাহত || Jagonews24.com

2021-06-15 0 Dailymotion

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা সত্তরোর্ধ গুরুদাস মণ্ডল রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান। তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।<br /><br />মেয়ে দীপালী রানী মণ্ডল মুমূর্ষু বাবাকে নিয়ে ঢামেকে আসেন। হাসপাতালের জরুরি বিভাগে পা রাখতেই চিকিৎসকরা সাদা কাগজে স্যালাইন, ইনজেকশন, মাইক্রোপোর ও সুই-সুতা লিখে দ্রুত আনতে বলেন। একদিকে অসুস্থ বাবা, অপরদিকে বাক্স-পেটরা সব ফেলে ফার্মেসিতে দৌঁড় দেন দীপালী।<br /><br />বুধবার (১৭ অক্টোবর) দুপুরে নিউরোসার্জারি ওয়ার্ডে এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় দীপালী রানীর। বলেন, ‘বাবার চিকিৎসার জন্য টাকা দিয়ে স্যালাইন ও ইনজেকশন কিনেছি। সেটা বড় কথা নয়, কিন্তু মুমূর্ষু রোগীর দ্রুত চিকিৎসায় সরকারি এ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী না থাকার বিষয়টি পীড়া দিয়েছে।’

Buy Now on CodeCanyon